সরকারি কৌশুলি আশরাফুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান
চুয়াডাঙ্গায় ভূমি সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে বিশেষ অবদান রাখায়
স্টাফ রিপোর্টার: ভূমি সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে বিশেষ অবদান রাখায় চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের সরকারি কৌশুলি-জিপি মো. আশরাফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেছে জেলা প্রশাসন। গতকাল রোববার বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক রাজস্ব সভায় এ সম্মাননা প্রদান করা হয়।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে মাসিক রাজস্ব সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সদর ইউএনও শামীম ভুইয়া, আলমডাঙ্গা ইউএনও ¯িœগ্ধা দাস, দামুড়হুদা ইউএনও রোকসানা মিতা, জীবননগর ইউএনও মো. রোকনুজ্জামান, সদর সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, জীবননগর সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, চুয়াডাঙ্গা পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা আতিকুল হক, কুতুবপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশরাফুল ইসলামসহ সদর উপজেলা ও দামুড়হুদা উপজেলা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাসিক সভায় সরকারি কৌশুলি আশরাফুল ইসলাম বলেন, সরকারি দায়িত্ব পালনে আমার ওপর আস্থা রাখায় বর্ষিয়ান জননেতা বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. ইউনুছ আলী, জেলা জজ আদালত, জেলা প্রশাসন ও সহকারী সরকারি কৌশুলিদের কাছে আমি কৃতজ্ঞ। আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের আন্তরিক সহযোগিতার কারণেই আমার এ অর্জন।
মাসিক সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, পুরস্কৃত হওয়ায় সরকারি কৌশুলি আশরাফুল ইসলামকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া, ৯জন সহকারী কৌশুলি এজিপি হিসেবে কাজ করছেন। সরকারি সম্পত্তি সরকারি কর্মকর্তা, জিপি ও এজিপি সকলের। এর রক্ষণাবেক্ষণ সকলের নৈতিক দায়িত্ব। এগুলো চুয়াডাঙ্গার সম্পদ। এগুলো সরকারি কর্মকর্তারা নিয়ে যাবেন না। সরকারি সম্পত্তি আমাদের সকলের। আগামীতে সহযোগিতা করবেন।