আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নে কর্মীসভা ও গণসংযোগকালে আসাদুল বিশ্বাস

স্টাফ রিপোর্টার: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মীসভা ও গণসংযোগ অব্যহত রেখেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের বেলগাছি বাজারে গণসংযোগ ও কর্মীসভা এবং কাশিপুর-কেদারনগর গ্রামে গণসংযোগ করেন তিনি। গণসংযোগ ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, ক্ষমতায় থেকে বিএনপি দুর্নীতি, স্বজনপ্রীতি, ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ বিরোধী দলের অগণিত নেতাকর্মীদের হত্যা করে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিলো। বিএনপি-জামায়াত দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বের শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্রে উন্নিত হবো খুব দ্রুতই। প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা যেকোনো সমস্যা থেকে বাংলাদেশকে রক্ষা করছে এবং করবে। তিনি সকল স্তরের মানুষের কথা ভাবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের ধারাবাহিক উন্নয়ন অভিযাত্রায় জনবিচ্ছিন্ন এবং দিশেহারা হয়ে এখন বিএনপি-জামায়াত নানা চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের সবসময় সচেতন অবস্থায় থাকতে হবে। আসাদুল হক বিশ্বাস আরও বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার ঐক্যবদ্ধ শক্তি হচ্ছে বড় শক্তি। বঙ্গবন্ধুর সৈনিকেরা ঐক্যবদ্ধ হয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে। এ সময় তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে আমি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আপনাদের দোয়া এবং সমর্থন চাই। কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা কৃষকলীগের যুগ্ম-সম্পাদক সুলতান মাহমুদ দীপন। বেলগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য পাপেল মিয়ার পরিচালনায় কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খন্দকার বজলুল করিম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য আব্দুল আলিম, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক রাকিব আহম্মেদ জনি, বেলগাছি ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি তমসের আলি মালিতা, ইউপি সদস্য শাহাদৎ হোসেন, শামিম রেজা, হরুন অর রশিদ, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, জাহিদুল হক, শহিদুল হক, সেন্টু মেম্বার, বেলগাছি ইউনিয়ন কৃষকলীগ সভাপতি রাজ্জাক মিয়া, বেলগাছি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুচ আলী, ডাউকি ইউনিয়নের ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক পানয়ার মোল্লা, ইউপি সদস্য নাজমুল হক, আওয়ামীলীগ নেতা মন্টু মিয়া, মোমিনপুর ইউপি সদস্য আরিফ হোসেন, আলমগীর হোসেন, আইলহাস ইউপি সদস্য লিটন মোল্লা, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, সদর পৌর কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক তারিক আজিজ নয়ন, সদর পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আকাশ মোল্লা, চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান, বেলগাছি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছমির আলী, আনারুল মিয়া, বিল্লাল হোসেন, আলুকদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল রানা, আলুকদিয়া ইউনিয়ন শ্রমিক নেতা শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা সোহাগ হোসেন, সাবেক সেনা কর্মকর্তা সেলিম হোসেন প্রমুখ। এদিকে, গণসংযোগ ও কর্মীসভায় আসাদুল হক বিশ্বাস পৌঁছুলে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নানা রকম স্লোগানের মাধ্যমে আসাদুল হক বিশ্বাসকে স্বাগত জানান। এ সময় নেতাকর্মীরা দেশ বিরোধী সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এক বিশেষ মিছিলও বের করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More