গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। যার অংশ হিসেবে বিজয় শেখ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে তাকে গ্রেফতার করে মুজিবনগর থানা পুলিশ। গ্রেফতার হওয়া বিজয় শেখ মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত শাহাদুল শেখের ছেলে। সে অনলাইন জুয়ার সাব এজেন্ট বলে জানিয়েছে পুলিশ। মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, অনলাইন জুয়ার সাব এজেন্ট বিজয় শেখের বিষয়ে মুজিবনগর থানা পুলিশ সতর্ক ছিলো। বেশ কিছুদিন ধরেই তার খোঁজখবর ও তার কর্মকা- পর্যবেক্ষণ করছিল পুলিশ। বেশ আগে থেকেই সে অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছিল। সাব এজেন্ট হিসেবে জুয়ার টাকা লেনদেন করতো বিজয় শেখ। গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। অনলাইন জুয়ার মামলায় তাকে আজ (বৃহস্পতিবার) মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।