স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর ৭, ৮ ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা মাছের আড়ৎপট্টিতে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন শেষে তিনটি ওয়ার্ডে আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। এতে ৭নং ওয়ার্ডে মো. সজিব হোসেনকে সভাপতি, আবুল কাশেমকে সাধারণ সম্পাদক ও মনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ৮নং ওয়ার্ডে এমদাদুল হককে সভাপতি, আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক ও আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া ৯নং ওয়ার্ডে তানভীর আহমেদ ফয়সালকে সভাপতি, মো. সুমনকে সাধারণ সম্পাদক ও মো. হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এর আগে সম্মেলন উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমটি সদস্য দিলীপ কুমার আগরওয়ালা, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি। চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি। পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেক সামি তাপুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সৈয়দ ফরিদ আহমেদ, হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, ১নং ওয়ার্ডের সভাপতি ওয়াশিম ম-ল, সাধারণ সম্পাদক মামুন খন্দকার। ২নং ওয়ার্ডের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মিলন মিয়া, ৩নং ওয়ার্ডের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম টোকন, ৪নং ওয়ার্ডের সভাপতি সেলিম উদ্দিন পিন্টু, সাধারণ সম্পাদক শেখ রবিন, ৫নং ওয়ার্ডের সভাপতি তাওরাত হোসেন, সাধারণ সম্পাদক তুহিন হোসেন, ৬নং ওয়ার্ডের সভাপতি উজ্জ্বল হোসেন প্রমুখ।