স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শেকড়াতলাপাড়ার শান্তকে ইয়াবাসহ গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। গত পরশু মঙ্গলবার দিনগত রাত পৌনে ১টার দিকে শহরের বাগানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মো. শান্ত (২৯) চুয়াডাঙ্গা জেলা শহরের শেকড়াতলাপাড়ার আব্দুর সাত্তারের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাসুদ রানা, এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত পরশু মঙ্গলবার দিনগত রাত পৌনে ১টার দিকে জেলা শহরের বাগানপাড়ায় অভিযান চালান। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আটক করা হয় শান্তকে। এ সময় শান্তর দেহতল্লাশি করে উদ্ধার করা হয় ৫৮ পিস ইয়াবা। গতকাল বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।