চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৫, চারজনকে ভিন্ন মেয়াদে জেল জরিমানা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পৃথক অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ পাঁচজনকে আটকের পর চারজনকে ভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার জেলার সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ গ্রাম গাঁজা, ২২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন এবং ৯পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
সাজাপ্রাপ্ত চারজন হলেন-চুয়াডাঙ্গার শহরতলী দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত সিরাজুল খানের ছেলে ঝন্টু খান (৪২), সদর উপজেলার হাতিকাটা গ্রামের হেকমত আলীর ছেলে সুরুজ আলী (৩৯), আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর মাঠপাড়ার মহি সদ্দারের ছেলে রিয়াজ সদ্দার (১৮) ও শাকিল সদ্দার (২৫) এবং আটকৃত অপরজন একই উপজেলার এরশাদপুর গ্রামের বাগানপাড়ার মৃত জামিরুল ইসলামের ছেলে রকি (৩৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ, পরিদর্শক ভূপতি কুমার বর্মন, উপপরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্সসহ গতকাল রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালান। অভিযানকালে ঝন্টু খানকে ৫০ গ্রাম গাঁজাসহ নিজ বাড়ি থেকে এবং সুরুজ আলীকে ২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ নিজ বাড়ি থেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঝন্টু খানকে ১৫ দিনের কারাদ- ও পঞ্চাশ টাকা জরিমানা এবং সুরুজ আলীকে এক বছরের কারাদ- ও পঞ্চাশ টাকা জরিমানা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া।
এদিকে আলমডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা রনি আলম নূরের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গতকাল বিকেল ৫টার দিকে গোবিন্দপুর মাঠপাড়ায় মাদকবিরোধী অভিযান চালান। অভিযানকালে একই এলাকার রিয়াজ সদ্দারকে ৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও তার ভাই শাকিল সদ্দারকে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুজনকে ৬ মাস করে কারাদ- ও একশ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদ- প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ, পরিদর্শক ভূপতি কুমার বর্মন সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামে অভিযান চালান। অভিযানকালে একই এলাকার রকিকে নিজ বাড়ি থেকে ২০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক করা হয়। গতকালই সাজাপ্রাপ্ত চারজনকে জেলা কারাগারে এবং আটককৃত অপরজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।