মায়ের সাথে নানাবাড়ি যাওয়া হলো না স্কুলছাত্র আয়ানের

আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামে বাইসাইকেলে বালুবোঝাই ট্রাকের ধাক্কা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আয়ান নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার আলমডাঙ্গা সড়কের রোয়াকুলি গ্রামের অদূরে এই ঘটনার পর স্থানীয়রা জনতা ট্রাকটি জব্দ করে এবং চালক ও হেলপারকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। নিহত আয়ান (১১) নামে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের ওবাইদুর রহমান ওল্টুর ছেলে। সে রোয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো। রোরবার বাদ ঈশা গ্রামের পারিবারিক কবরস্থানে স্কুলছাত্রের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয় বলে গ্রামসূত্রে জানাই।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানাই,  রোববার সকাল ১০টার দিকে আয়ান আলী বাড়ি থেকে বের হয়ে বদরগঞ্জ রেলগেটের পাশের একটি দোকানে চুল কাটতে যায়। চুলকাটা শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলো। বাড়ি ফেরার সময় রোয়াকুলি বটতলা নামকস্থানে আসলে পেছন দিক থেকে একটি ট্রাক আসে ও সামনের দিক আর একটি ট্রাক চলে আসে। সামনের ট্রাক দেখে আয়ান সাইকেল নিয়ে রাস্তার পাশে সরে যায়, এ সময় পেছনের ট্রাকটি কোনকিছু বোঝার আগেই তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গ্রামবাসী আরও জানায়, এমনভাবে শিশুটি পিষ্ট হয়েছে দেখার মতো না। পিঠ ও মাথা পিষ্ট হয়ে রাস্তার সাথে মেশে গেছে। এ সময় স্থানীয়রা দামুড়হুদার নতুন বাস্তপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে ট্রাক চালক মনিরুল ইসলাম (২২) ও জীবননগরের মাধবখালী গ্রামের মতিয়ার রহমানের ছেলে সহকারী (হেলপার) শাহ আলমকে (২৮) ধরে গণপিটুনি শেষে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় ঘাতক ট্রাক ঢাকা মেট্রো ট-১৬-৯৭৯৩ আটক করে মুন্সিগঞ্জ ফাঁড়িতে নিয়ে আসে।

আয়ানের বাবা আবউল্লাহ ওল্টু বলেন, আমার ছেলে তার মায়ের সাথে নানাবাড়ি মাজহাদ গ্রামে যাওয়ার কথা ছিল, ঘটনার ঘন্টা খানিক আগে চুল কাটার জন্য বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হয়। চুলকাটা শেষে বাইসাইকেল নিয়ে বাড়িতে ফেরার পথে রোয়াকুলি বটতলা মোড়ে ট্রাক আমার ছেলেকে চাপা দিয়ে মেরে ফেলেছে। অপরদিকে একমাত্র সন্তানকে হারিয়ে আয়ানের মা শাপলা খাতুন জ্ঞান হারাচ্ছিলো, আয়ানের মায়ের বুকফাটা হাহাকারে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। কেউ ধরে রাখতে পারেনি চোখের অশ্রু।

এ ব্যাপারে জানাতে চাইলে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের আইসি এসআই তাপস কুমার বলেন, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কের রোয়াকুলি গ্রামে সড়ক দুর্ঘটনায় আয়ান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার লাশ উদ্বার করা হয়। নিহতের পিতার আবেদনের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের অনুমতিক্রমে লাশের ময়নাতদন্ত ছাড়ায় দাফনের অনুমতি দেয়া হয়।

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী একজন নিহত হয়েছে বলে জেনেছি। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে আটক করে থানায় নেয়া হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More