বর্তমান সরকার সবসময় জনগণের কল্যাণে কাজ করে

দামুড়হুদায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণকালে জেলা প্রশাসক

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে এসব উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা রাফেজা খাতুন, নতিপোতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক প্রমুখ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, বর্তমানে দেশের গ্রামাঞ্চলের যে চিত্র আমরা দেখি তা কিন্তু আগের থেকে সম্পূর্ণ ভিন্ন, এখন অনেক উন্নয়ন হয়েছে। সংবিধানে যেমন সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে আবার পিছিয়ে পড়া জনগণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে নারী শিশু ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ী এলাকায় যারা আছে তাদের জন্য বিশেষ প্রকল্প আছে। আমাদের এই দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অনেকেই অনেক ধরনের ভাতা পাচ্ছে সুযোগ-সুবিধা পাচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার সবসময় জনগণের কল্যাণে কাজ করে। বিশেষ করে বর্তমান সরকার সবশেষে বেশী সুবিধাবঞ্চিত মানুষের কথা ভাবে। তারই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ২০টি বাইসাইকেল, প্রতিবন্ধীদের মাঝে ১৮টি হুইল চেয়ার, মহিলাদের মাঝে ১৭টি সেলাই মেশিন ও ৩৪ জন শিক্ষার্থীর মাঝে ৯২ হাজার ৪শ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এরমধ্যে ৩ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬ হাজার টাকা এবং ৩১ জনকে জনপ্রতি ২ হাজার ৪শ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত বাসভবনে নিরাপত্তারত আনসার সদস্যদের জন্য ১৫ লাখ টাকা ব্যয়ে এলজিইডির বাস্তবায়নে বাসভবন নির্মাণের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ঈমাম হাফেজ মাও মো. মামুনুর রশীদ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More