চলতি মরসুমে ১৫মে থেকে আম সংগ্রহ শুরু

মেহেরপুরে ব্যবসায়ী ও আমচাষিদের মনিটরিংসভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলায় চলতি মরসুমে ১৫মে থেকে আম সংগ্রহ শুরুর তারিখ নির্ধারণ করেছেন জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। ভোক্তাদের কাছে পরিপক্ক আম সরবরাহ নিশ্চিত করতেই গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত জানিয়েছেন জেলা প্রশাসক। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মনিটরিং সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শংকর কুমার মজুমদারের সভাপতিত্বে জেলায় চলতি মরসুমে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাতকরণ মনিটরিং সংক্রান্তসভা অনুষ্ঠিত হয়। জেলার আমবাগান মালিক ব্যবসায়ী ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে বিভিন্ন প্রকারের আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী ১৫ই মে থেকে ৮ই জুন ও বোম্বাই আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়। বর্তমান আবহাওয়ার প্রেক্ষিতে আম ভাঙ্গার তারিখ আরও এগিয়ে নেয়ার দাবি রাখেন ব্যবসায়ীরা। বিষয়টি বিবেচনায় কৃষি কর্মকর্তা, বাগান মালিক ও ব্যবসায়ীদের সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির পরামর্শ মোতাবেক পরবর্তীতে আম সংগ্রহের তারিখ পরিবর্তিত হতে পারে বলে জানান জেলা প্রশাসক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকা অনুযায়ী ১৫ই মে থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে আম সংগ্রহ। সভায় বিষাক্ত কেমিক্যাল মেশানো, অপরিপক্ক আম বাজারজাতকরণসহ যেকোনো প্রকার অসাধু উপায় অবলম্বনকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এর কথা জানানো হয়। মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম বলেন, আমচাষি ও কৃষি অফিস মাঠে যাচাই-বাছাই করে আম পাড়ার তারিখ নির্ধারণ করেছে। সাধারণত গুটি জাতের আম আগেই পাকতে শুরু করে। ১৫ মে গুটি আম পাড়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে আম পাড়া হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার বলেন, নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ক আম বাজারজাত নিশ্চিতে স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে তালিকা প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে কেউ আমবাগান থেকে সংগ্রহ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More