দামুড়হুদায় ৩৫১ মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদায় ৩৫১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসায় অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় উপজেলার ৩৯টি প্রতিষ্ঠানের ৩৫১জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে গতকাল বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফসার রোকসানা মিতার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। তিনি শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন। দামুড়হুদা  উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল হক, কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মোক্তারপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকতিয়ার উদ্দীন,  লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক আব্দুল লতিফসহ ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিল্লাল হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন দামুড়হুদা উপজেলা পরিসংখ্যান তদন্তকারী জিল্লুর রহমান।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More