জীবননগর ব্যুরো: জীবননগরে রেজিস্ট্রেশনবিহীন কীটনাশক ইনতেফা কীটনাশক কোম্পানীর নাফা ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার এ কীটনাশক ধ্বংস করা হয়। বাজারে অনুমোদনবিহীন এ ওষুধ দেদারছে বিক্রি করা হচ্ছিলো। কৃষি কর্মকর্তাদের দৃষ্টিতে আসলে কোম্পানির প্রতিনিধির সাহায্যে ৮৩ পিস কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই কীটনাশক ধ্বংস করা হয়। ইনতেফা কোম্পানির কীটনাশক নাফা (পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটরি হরমন) বাজারে কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছিলো। অনুমোদনবিহীন অবৈধ কীটনাশক বিক্রির ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোম্পানির বিক্রয় প্রতিনিধির দৃষ্টিতে আসেন। কৃষি অধিদপ্তরের নির্দেশে কোম্পানির প্রতিনিধিরা বাজার থেকে অবৈধ কীটনাশক নাফা জব্দ করেন। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তত্বাবধানে ৮৩ পিস নাফা ধ্বংস করা হয়। নাফা ধ্বংসকালে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন ও সহকারী কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।