দামুড়হুদার চারুলিয়ায় কৃষকের ধানক্ষেতে দুর্বৃত্তদের বিষ

পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার উপজেলার চারুলিয়া গ্রামের মাঠে কৃষকের সোনার ফসলে রাতের আধারে বিষপ্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে সোনার ফসল ঘরে তোলার লালিত স্বপ্ন বিনষ্ট হয়েছে কৃষক নাজিমুদ্দিনের। ঘটনাটি ঘটেছে দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের মাঠে। গতপরশু রোববার সকালে খবরটি শোনামাত্রই নিজ কার্যালয় থেকে বেরিয়ে পড়েন কর্মচঞ্চল দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। সরজমিনে পরিদর্শন করেন বিষপ্রয়োগে নষ্টকৃত কৃষকের ফলন্ত ক্ষেতটি। এসময় (ইউএনও) রোকসানা মিতা দুঃখপ্রকাশ করে বলেন, কাজটি যারাই করেছে খুবই খারাপ করেছে। এধরণের জঘন্যতম কাজ মানুষের পক্ষে করা সম্ভব না। হয়তো তারা বিকৃত মস্তিষ্কের অধিকারী না হলে মানুষের কষ্টে ফলানো ফসলে বিষপ্রয়োগ করতে পারে না। আমরা দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব ভুক্তভোগী কৃষককে আর্থিক সহায়তা করেছি। বিষয়টি তদন্তের জন্য দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। তদন্তপূর্বক পরবর্তীতে সুযোগ সুবিধা মতো আরও সরকারি সহায়তা করা হবে। ঘটনাসূত্রে জানাগেছে, গত শনিবার রাতের আধারে দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের কৃষক নাজিমুদ্দীনের একই গ্রামের আমনঝুলা মাঠে ফলন্ত আমন ধানের ক্ষেতে বিষপ্রয়োগ করে দুর্বৃত্তরা। পরদিন রোববার সকালে ভুক্তভোগী কৃষক জমিতে গিয়ে দেখতে পান তার ক্ষেতের সমস্ত ফসল পুড়ে নষ্ট হয়ে গেছে। বিষয়টি জানতে পেরে পরদিন রোববার সকালে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা এবং ভুক্তভোগী কৃষককে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করতে বলেন। ভুক্তভোগী কৃষক উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করলে গতকাল সোমবার নির্বাহী অফিসার রোকসানা মিতা সরকারি ফান্ড থেকে ভুক্তভোগী কৃষককে আর্থিক সহায়তা করেন। ভুক্তভোগী কৃষক নাজিম উদ্দীন বলেন, শনিবার রাতের আধারে কে বা কারা আমার গ্রামের আমন ঝুলা মাঠে ২বিঘা ধানের জমিতে বিষ প্রয়োগ করে। পরদিন রোববার সকালে জমিতে গিয়ে দেখতে পাই জমির সমস্ত ধানগাছগুলো বিষক্রিয়ায় পুড়ে গেছে। এতে করে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং তার দফতরে আমাকে যেতে বলেন। আমি তার দফতরে গেলে আমাকে আর্থিক সহায়তা করেন এবং আগামীতে আরও সহায়তার আশ্বাস দেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More