টিপ্পনী
মাদক
মাদক ছেড়ে আমরা কেন
মানুষ হতে চাই না,
কারণ সোজা, এই সমাজে
ভালো মানুষ পাই না।
বন্ধু জোটে অনেক রকম
ভালো তারা হয় না,
মাদক ছাড়ো মাদক ছাড়ো
কেউ নাকি তা কয় না।
বাবা মাদক বিক্রি করেন
ছেলে মাদক চাটে,
যারা চালান আনছে বয়ে
চলছে তারা ডাঁটে।
মাদক কেন হচ্ছে না দূর
সত্যি করে কও,
এখনও বেশ সময় আছে
মাদকমুক্ত হও।
সূত্র:(তাড়িসহ আটক চুয়াডাঙ্গা সাতগাড়ির মকসেদের কারাদণ্ড)