খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলমডাঙ্গা হারদীতে দোয়া ও ইফতার
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হারদী ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার হারদী বাজারের সেডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনাসভায় হারদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ইসরাফ হোসেন, সাবেক সভাপতি আনিসুর রহমান, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, বাড়াদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজ, ভাংবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোনা। যুবদল নেতা সোয়েভ আহম্মেদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়নের সাবেক সভাপতি আলী হোসেন, সহ-সভাপতি ডা. মনিহার মালিথা, ডাউকি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউনুস আলী, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাসেল উদ্দিন, উপজেলা যুবদল নেতা রহিতুজ্জামান, নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাকি বিল্লাহ, যুবদল নেতা ডালিম, সোহাগ, সেলিম, দেলোয়ার, মিনাজ, হযরত আলী, চয়েন, মান্নান, লতিফ চৌধুরী, নজরুল ইসলাম, নাজিম উদ্দিন, জহরুল, বিল্লাল মাস্টার, রানা মেম্বার, মনিরুল ইসলাম, কুদ্দুস, ডাবলু, মল্লিক, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আলমডাঙ্গা শাখার সভাপতি জাহিদ হাসান, ছাত্রদল নেতা সবুজ, সাগর, জিগালা, হাসমত প্রমুখ।
চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়ন আ.লীগের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়ন আ.লীগের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতাকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাইদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ.লীগের সিনিয়র নেতা শাহ আলম বাচ্চু, শফি উদ্দিন মাস্টার, হাকিম মোল্লা, আবুল কাশেম, মান্নান হোসেন, মতিয়ার রহমান, সাবেক তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম রোকন, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন চাঁন। আরও উপস্থিত ছিলেন মতিয়ার রহমান, মোস্তফাসহ ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের শতাধিক আ.লীগের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে ইফতার বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকলেই একনিষ্ঠতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কার্পাসডাঙ্গায় নিহত মইনুদ্দিনের আত্মার শান্তি কামনায় দোয়া ও ইফতার
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত সুবলপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মইনুদ্দিনের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ইফতারের আগে সুবলপুর গ্রামে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, আওয়ামী লীগ নেতা আশাবুল হক আশা, মো. মিল্টন, সমাজসেবক মুকুল পাল, আরিফ, শিক্ষক আবু বক্কর, জুলফিক্কার আলি ভুট্ট, মিজানুর রহমানসহ গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনায় নিহত মইনুদ্দিনের পরিবারের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৮টায় কার্পাসডাঙ্গা বাজারের আরামডাঙ্গা বটতলায় মাটি বোঝায় অবৈধযান ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের ধাক্কায় মইনুদ্দিনের মৃত্যু হয়।
কার্পাসডাঙ্গায় ইউপি সচিবদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে ইউপি সচিবদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে হাউলি ইউপি সচিব নাইম হোসেন লিফনের ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি সচিব মো. হাসানুজ্জামান, কুড়ুলগাছি ইউপি সচিব মো. সাহাবুবুর, নাটুদাহ’র ইউপি সচিব নুর জাহান, জুড়ানপুর ইউপি সচিব আলমগীর হোসেন, নতিপোতা ইউপি সচিব সুজাল, দামুড়হুদা ইউপি সচিব মো. শামীম, আন্দুলবাড়িয়া ইউপি সচিব ফাহিম মুনতাসীর, রায়পুর ইউপি সচিব তানভিরুল কবির, উথলি ইউপি সচিব মহিউদ্দীন, নতিপোতার সুজন আলী, মদনার হারুন অর রশীদ, সকল হিসাবরক্ষক, উদ্যোক্তা।
চুয়াডাঙ্গায় রাজ্জাক খানের উদ্যোগে শিশু পরিবার ও খাদিমপুরে ইফতারি বিতরণ
স্টাফ রিপোর্টার: মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম.এ রাজ্জাক খান রাজের উদ্যোগে সরকারি শিশু পরিবার এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে। এছাড়াও আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরিব ও দুস্থদের মাঝে ইফতারি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবন আহমেদ শামীম, প্রিন্স, সোহাগ মন্ডল, রতন, সেলিম, শুভ প্রমুখ। এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মাসব্যাপী রোগী ও স্বজনদের মাঝে ফ্রি ইফতার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সদর হাসপাতালে উপস্থিত ছিলেন ফয়সাল বিশ্বাস অন্তর, হিরক ফয়সাল, সুমন, প্রিন্স, রকি, সেলিম, মামুন ও শিমুল প্রমুখ। এম.এ রাজ্জাক খান বলেন, পবিত্র রমজান মাসে বান্দা যতো বেশি আমল করবে তার পরকালীন ভা-ার ততই সমৃদ্ধ হবে। রমজানের অন্যতম আমল হলো দান-সদকা। চুয়াডাঙ্গার প্রত্যন্ত এলাকায় মাসজুড়ে রোজাদার গরিব ও দুস্থদের মাঝে ইফতার পৌঁছে দেয়া হচ্ছে। এছাড়া সদর হাসপাতালে মাসব্যাপী রোগী ও স্বজনদের বিনামূল্যে ইফতারি দেয়া হচ্ছে। এভাবে চুয়াডাঙ্গার পিছিয়ে পড়া মানুষের পাশে সব সময় থাকতে চাই।
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় আলোচনা ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শহরের রেডচিলি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীব। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের। জেলা সেক্রেটারি তুষার ইমরান সরকার এবং প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আশিকুল আলম সজীবের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কেএম সাইফুল্লাহ। ইসলামী সংগীত পরিবেশন করেন যুবনেতা তাসিব বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিব, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী, ডা. আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, মেহেরপুর সরকারি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর লতিফ কাজল। বক্তব্য রাখেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম ও সদস্য মুফতি আব্দুস সালাম। ইফতার মাহফিলে ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও জাতীয় শিক্ষক ফোরামের জেলা নেতৃবৃন্দসহ থানা, পৌর ও ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলমডাঙ্গার ইফতার ও বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টার: ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলমডাঙ্গা (ডুসা) ইফতার ও বিদায়ী সংবর্ধনা-২০২৩ আয়োজন করে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় চত্বর মুখরিত হয়ে ওঠে। ডুসা’র সভাপতি তানজিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নবীন ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আমাদের আলমডাঙ্গার সন্তান নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব প্রকৌশলী আমিনুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস শিপন, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব রুহুল আমিন, ডেপুটি কমিশনার অব পুলিশ জাফর হোসাইন (লালবাগ জোন), সাবেক জজ লুৎফর রহমান, দ্য ফিনালসিয়াল এক্সপ্রেসের সহ-সম্পাদক এনামুল হক। ডুসার সাধারণ সম্পাদক শহিদ নাসিমের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক নাজমুন নাহার, সহকারী অধ্যাপক ড. আব্দুল ওহাব সেতু, ব্যাংকার আনিসুর রহমান, এনবিআর কর্মকর্তা আরিফুর রহমান, প্রভাষক ফরিদা পারভীন, এসআই শাকিল হোসেন, ব্যাংক কর্মকর্তা ইফতেখার আনাম রিপন ও অন্যান্য উপদেষ্টাম-লী। অলোচনা পর্বে উপদেষ্টাম-লী আলমডাঙ্গার সার্বিক উন্নয়নে ডুসার কার্যক্রম শীর্ষক আলোচনা করেন। আগামীতে ঢাবিতে অধ্যায়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে উপবৃত্তি প্রোগ্রাম করার জন্যও পরামর্শ দেন। বিশেষ করে আলমডাঙ্গার শিক্ষার্থীদের নিয়ে সেমিনার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিক নির্দেশনা প্রদান ও আলমডাঙ্গার ঢাবির গ্রাজুয়েটরা যেনো কর্মক্ষেত্রে প্রবেশের সময় অগ্রজদের সার্বিক সহায়তা পায় এটা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হতে পারায় এক সুন্দর সেতুবন্ধন সৃষ্টি হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগত নবীন শিক্ষার্থীরা সবথেকে বেশি উচ্ছ্বসিত ছিলো।
জীবননগরে বিভিন্ন সংগঠনের ইফতার ও দোয়া অনুষ্ঠান
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা বিএডিসি বীজ ও সার ডিলার সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রোববার উপজেলা হলরুমে আয়োজিত দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। জীবননগরে আত্ তাকওয়া মডেল মাদরাসার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার অনুষ্ঠান মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর হিলফুল ফুজুল পরিষদের সভাপতি সাংবাদিক মাজেদুর রহমান লিটন।
বীজ সার ডিলার সমিতির সভাপতি রাজেদুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পাথিলা আলু বীজ হিমাগারের উপপরিচালক কৃষিবিদ ফরিদুল ইসলাম, বিএডিসি সিনিয়র সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ইকবাল আজাদ, জীবননগর প্রেসক্লাব সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কাজি সামসুর রহমান চঞ্চল, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিএডিসির সার ও বীজ ডিলার সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আকিমুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জামাল হোসেন খোকন। এছাড়াও প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক মামুন উর রহমান, বিএডিসির ডিলার মনিরুজ্জামান, আব্দুল আজিজ, জহির উদ্দীন, আরফান কবির, নুর ইসলাম, সামসুল হুদা, শ্যামল ও শরিফুল ইসলাম শাওন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। জীবননগরে আত্ তাকওয়া মডেল মাদরাসার উদ্যাগে পবিত্র রমজানের ওপর আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আত্ তাকওয়া মডেল মাদরাসার মোহতামিম মুফতি আল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর হিলফুল ফুজুল পরিষদের সভাপতি সাংবাদিক মাজেদুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও ব্যবসায়ী হাবিবুর রহমান প্রমুখ। বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ ফয়সাল রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালনা কমিটির সদস্য আব্দুর রাজ্জাক।