আলমডাঙ্গার বেলগাছি ছাত্রকল্যাণ সংস্থার আয়োজনে শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের বেলগাছি গ্রামে ছাত্রকল্যাণ সংস্থার আয়োজনে বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় গতকাল সকাল ১০টার সময় মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়সহ দুটি প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির পর্যন্ত মোট ৪শ ছাত্র-ছাত্রী পরীক্ষাতে অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মেধা যাচাই করে প্রতি শ্রেণি থেকে ৫জন করে মেধাবী ছাত্র-ছাত্রী বাছাই করে সর্বমোট ৩০জনকে বেলগাছি ছাত্রকল্যাণ সংস্থার পক্ষ থেকে জনপ্রতি মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে ৬ মাস পরপর নগদ ৫ হাজার টাকা করে বছরে ১০ হাজার টাকা উপবৃত্তি প্রদান করবে সংস্থাটি। এই সংস্থার মূল উদ্দেশ্য গ্রামের মেধাবী ছাত্র-ছাত্রীরা যেন অর্থের অভাবে না ঝরে যায় এবং কোনো মেধাবী ছাত্র-ছাত্রীর জেনো অর্থের অভাবে তাদের লেখাপড়া বন্ধ না করে। তাই তারা যেন লেখাপড়া চালিয়ে যেতে পারে এটাই তাদের মূল উদ্দেশ্য। সংস্থাটির সাধারণ সম্পাদক মানিক জানান, তাদের এই মেধাভিত্তিক উপবৃত্তি প্রদান প্রতি বছর চলমান থাকবে এবং আগামীতে আরও বেশি মেধাভিত্তিক উপবৃত্তি প্রদান করবে বলে তিনি জানান।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More