আমার জেলার মানুষের কল্যাণে কাজ করতে চাই

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীদের মাঝে ইফতার বিতরণকালে রাজ্জাক খান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কৃতি সন্তান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম.এ রাজ্জাক খানের উদ্যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রোগী ও স্বজনদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সদর হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে নিজ হাতে রোগী ও স্বজনদের মাঝে ইফতার পৌঁছে দেন এম এ রাজ্জাক খান। এ সময় উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ্ আকরাম, চুয়াডাঙ্গা পৌর ২নং ওয়ার্ড কমিশনার আব্দুল আজিজ জোয়ার্দার, চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা জীবন আহমেদ শামীম, যুবলীগ নেতা ফয়সাল বিশ্বাস অন্তর, সেচ্ছাসেবক হিসেবে ছিলেন প্রিন্স, শেখ ফয়সাল, রতন প্রমুখ। রাজ্জাক খান বলেন, অনেক সময় দেখা যায় ইফতারের পূর্বে গুরুতর রোগী ভর্তি হয়। রোগীর সঙ্গে দুই তিনজন থাকেন। তারা ইফতারের সময় ওষুধ কিনতে দৌড়াবে, নাকি ইফতার কিনতে? এদের কথা চিন্তা করেই আমার উদ্যোগে বিনামূল্যে রমজান মাসজুড়ে সদর হাসপাতালের রোগী ও স্বজনদের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরও বলেন, আমার জেলার মানুষের কল্যাণে কাজ করতে চাই। আর্থিক অসচ্ছলতার কারণে অসহায় ও ছিন্নমূলের মানুষের মাঝে রমজান ও ঈদের আনন্দ থাকে না। তাই অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সব সময তাদের পাশে থেকে ভালো কিছু করতে চায়। এ সময় সকলের নিকট দোয়া চান তিনি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More