কুষ্টিয়ায় ৪৪ লাখ টাকার নকল ব্যান্ডরোল ও বিড়িসহ গ্রেফতার-৪

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ৪৪ লাখ ৩৩ হাজার ২৮০ টাকার নকল ব্যান্ডরোল ও বিড়িসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। গত পরশু সোমবার রাতে দৌলতপুর ও ভেড়ামারা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিআইডির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের জড়িত থাকার প্রমাণ মেলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামের মাস্টারপাড়া এলাকার মৃত মোজাহার মন্ডলের ছেলে আলাউদ্দিন (৫৫), ভেড়ামারা উপজেলার আবু ছামাদের ছেলে রিপন আলী (৫৪), একই উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ওসমান আলী বাবলু (৫৬) এবং উত্তর ভবানীপুর গ্রামের সাহাবুল আলীর ছেলে নয়ন আলী (২৮)। সিআইডির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ আরও বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন স্থানে নকল ব্যান্ডরোল ও বিড়ি সরবরাহ করতো। এই চক্রটি সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলো বলে তিনি জানান।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More