কোটচাঁদপুরে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুম উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কোটচাঁদপুরে দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার ও মাইওয়ান গ্রুপের মেগা শো-রুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দুধসারা রোড বাদাম হাটা মোল্লা মার্কেটে এই শোরুমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য এমএ রাজ্জাক খান রাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম ডিরেক্টর, শো-রুম বিভাগ মিনিস্টার গ্রুপের রফিকুল ইসলাম লিটন, সাবেক পৌর মেয়র এসকেএম সালাউদ্দিন বুলবুল সিডল, কোটচাঁদপুর সরকারি কেএমএইচ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিচুর রহমান, সমাজসেবক প্রাক্তন শিক্ষক আব্দুল মালেক মাস্টার প্রমুখ। এ সময় মিনিস্টার ও মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এমএ রাজ্জাক খান রাজ দেশীয় ইলেকট্রনিকস কোম্পানির মালামালের বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এবং ক্রেতা সাধারণের জন্য পণ্য ক্রয়ের ওপর বিশেষ ছাড় ও অফার ঘোষণা করা হয়। সে সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দসহ বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More