জীবননগর ব্যুরো: ইসলামী ব্যাংক জীবননগর শাখার উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আছর শাখা প্রাঙ্গণে এ আলোচনাসভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, হাসাদাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. আকতারুজ্জামান ও পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন উপজেলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল খালেক। পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেহ মো. মুছা, সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম বাবু, সাংবাদিক মাজেদুর রহমান লিটন, ব্যবসায়ী আবুল কাসেম ও আব্দুল হামিদসহ ব্যাংকের গ্রাহক ও সুধীবৃন্দ ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন বলে জানা যায়।