সরকারি সেবা দিতে কেউ টাকা চাইলে আমাকে জানাবেন
দামুড়হুদার ইউনিয়নে ভিডব্লিউবি’র পুষ্টি চাল বিতরণকালে উপজেলা চেয়ারম্যান বাবু
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সদর ইউনিয়নের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের অধীনে পুষ্টি চাল বিতরণ করা হয়েছে। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ পুষ্টি চাল বিতরণ করা হয়। চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু বলেন, সরকারি সেবা, বা বিভিন্ন ভাতা পাইয়ে দিতে যদি কেউ কোনো টাকা দাবি করে আপনারা তাৎক্ষণিক আমাকে জানাবেন। অনৈতিক সুবিধা চাইলে আমি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে অগ্রনীয় ভূমিকা রেখে চলেছেন। আওয়ামী লীগ সরকার সব সময় দেশের উন্নয়নে কাজ করে। দেশের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করায় আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে আনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার সামসুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, ইউপি সদস্য নুরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মতিয়ার রহমান, লিয়াকত আলী জোয়ার্দার, আশরাফুল আলম সুমন, সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা খাতুন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন, ইউপি সচিব শামীম রেজা প্রমুখ। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের ৩৭৪জন উপকারভোগীদের মাঝে পুষ্টি চাল বিতরণ করা হয়।