মেহেরপুর অফিস: মেহেরপুরে ট্রাফিক পুলিশের অভিযানে গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়। ট্রাফিক ইন্সপেক্টর বিশ্বদেব ঘোষের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে প্রায় ২৫টি গাড়ির কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়। এ সময় ১০টি গাড়ির বৈধ কাগজপত্র ও হেলমেট ব্যবহার না করাই মোটরসাইকেল গুলো জব্দ করা হয়। অভিযানে অন্যদের মধ্যে সার্জেন্ট মুকুল, আলামিন হোসেনসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।