জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী ফার্মের রেল গেটে এলাকায় খড়ি বোঝাই দ্রুতগতির একটি পাওয়ার ট্রিলারের চাকায় পিষ্ট হয়ে ৩ বছরের শিশু আল আমিন হোসেন নিহত হয়েছে। গতকাল রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন এ সময় রাস্তার পাশে তার পরিবারের সাথে দাঁড়িয়ে ছিলো। সে উথলী ফার্মপাড়ার ডালিম হোসেনের ছেলে। ঘাতক পাওয়ার ট্রিলারটি আটক করেছে এলাকাবাসী। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আলামিন ফার্মগেটপাড়ার ডালিম হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে আলামিন ছিলো ছোট। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু আলামিনের বাবা ডালিম হোসেন অসুস্থ। চিকিৎসার জন্য তাকে জীবননগর হাসপাতালে নেয়ার উদ্দেশ্য ফার্মের রেল গেটের নিকট নেয় পরিবারের লোকজন। সাথে শিশু আল আমিনও আসে। এ সময় উথলী বাজার এলাকা থেকে খড়ি বোঝাই একটি দ্রুতগতির পাওয়ার ট্রিলার এসে আল আমিনকে পিষ্ট করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বস্থ্যে কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। অ্যাম্বুলেন্সযোগে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে মহেশপুর এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ