জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আমদহ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের শুভেচ্ছা

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান রওশন আলী টোকন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল রোববার বিকেলের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির বাসভবনে আওয়ামী লীগ মনোনীত নব-নির্বাচিত চেয়ারম্যান রওশন আলী টোকন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী নব-নির্বাচিত চেয়ারম্যানকে মিষ্টিমুখ করান। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি কাজী শহীদ, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা, নব-নির্বাচিত চেয়ারম্যান রওশন আলী টোকনের সহধর্মীনি শাহফুজা খাতুন মুক্তা প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More