দামুড়হুদায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনাসভা

 

দামুড়হুদা প্রতিনিধি: ‘নিরাপদ জ্বালানি, ভোক্তা বান্ধব পৃথিবী’ সেøাগানে দামুড়হুদায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জেল হক, বেনবেইজ আব্দুল কাদির, একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি মাকসুদুর রহমান রতন, দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুণ অর রশিদের প্রাণবন্ত সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকী সালাম, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা রাফেজা খাতুন, আইসিটি প্রোগ্রামার আরিফুল ইসলাম, উপজেলা ইফার ফিল্ড সুপারভাইজার মারিয়া মাহাবুবা, সাংবাদিক মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ। দিবসটির আলোচনা সভায় বক্তারা বাজার ব্যবস্থা মনিটরিং ও পন্যের মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়াও গবাদিপশু জবাইয়ের পূর্বে পরীক্ষা নিরীক্ষা করার বিষয়েও আলোচনা করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More