মহেশপুরে ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দাহ বাজারে কর্ণফুলি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় জিরিন আক্তার ইভা নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজন ও এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসন হাসপাতালটি সিলগালা করে দেয়।

জানা যায়, উপজেলার শ্যামকুড় গ্রামের আমিনুর রহমানের সন্তান সম্ভাবা স্ত্রী জিরিন আক্তার ইভাকে শনিবার রাতে ওই হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই ডা. আনিচুর রহমান তার সিজারিয়ান অপারেশন করেন। ভুল চিকিৎসায় রাত ১২টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের মালিক ডাবলু জানায়, রোগীর এজমার সমস্যা ছিলো। সিজার করার পর তার অবস্থা খারাপ দেখে যশোর নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। কর্তৃপক্ষ হাসপাতাল বন্ধ করে দেয়ার কথা স্বীকার করেন তিনি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেদায়েত মাহমুদ সেতু বলেন, গুড়দাহ বাজারে একটি কর্ণফুলি প্রাইভেট হাসপাতাল রয়েছে। ওই হাসপাতালে গত শনিবার ভুল চিকিৎসায় এ প্রসূতি মারা যান। বিষয়টি এলাকাবাসীর পক্ষ থেকে ঝিনাইদহ সিভিল সার্জনকে জানালে তিনি উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তাকে সরেজমিনে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ডা. হেদায়েত মাহমুদ সেতু ঘটনাস্থলে গিয়ে তার বৈধ কোনো কাগজপত্র না থাকায় তিনি হাসপাতাল বন্ধ করে দেন। তিনি আরো বলেন, হাসপাতালটি এর আগেও সরকারিভাবে বন্ধ করে দেয়া হয়েছে। আদেশ অমান্য করে এটি চলমান ছিলো। রোগীর মৃত্যুর বিষয়ে থানায় বসে আপস-মীমাংসার চেষ্টা চলছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More