স্টাফ রিপোর্টার: উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোববার ভয়াবহ আগুনে দুই হাজারের বেশি ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে বেশকিছু দোকানপাটও রয়েছে। হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) সরওয়ার কামাল জানান, ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ আমরা শুরু করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-২ হাজারের বেশি ঘর পুড়ে গেছে। কীভাবে আগুনের ঘটনা ঘটছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক বলেন, বেলা পৌনে ৩টার দিকে ডি-১৫ ব্লকের একটি রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। তবে নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দুই ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে একইসঙ্গে বিভিন্ন বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়। ক্যাম্পের বাসিন্দা আবদুল আজিজ জানান, আগুনে দুই হাজার ঘর পুড়ে গেছে। এতে ১০ হাজার বেশি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। তাদের সবকিছু পুড়ে গেছে। তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে। বারবার আগুন লাগার পেছনে রহস্য রয়েছে বলেও তিনি দাবি করেন।
রোহিঙ্গা ক্যাম্পে আগুনের তীব্রতায় কক্সবাজার উখিয়া-টেকনাফ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে সেনাবাহিনীর একটি ইউনিট।