দর্শনা অফিস: দর্শনার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে এ শহরের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই মধ্যে দর্শনা হল্টস্টেশনে সুন্দরবন আপ, চিত্রা ডাউন যাত্রীবাহী ট্রেনের যাত্রাবিরতি, দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে দুটি যাত্রীবাহী ট্রেন পুনঃচালু ব্যবস্থা, মৈত্রী ট্রেনে কোলকাতা-ঢাকাগামী যাত্রীদের আসন বরাদ্দ এবং ওঠা-নামার ব্যবস্থা চালু করতে হবে, দর্শনা পুরাতন বাজার-চুয়াডাঙ্গা-কালিগঞ্জ মহাসড়কে রেলগেটে ওভারপাস ও আন্ডার পাস নির্মাণ, রেলওয়ের নিজস্ব জমিতে (মাদারপাড়া) আধুনিক কইন্টেনার নির্মাণ করতে হবে, দর্শনা-খুলনা ডাবল লাইনের কাজ দ্রুত চালু করতে হবে ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনে পুণরায় দুটি এসি কোচসহ সাধারণ কোচের সংখ্যা বৃদ্ধি করণসহ টিকিট কালো বাজার রোধ করতে হবে। এ দাবি পূরণে আন্দোলনে মাঠে নেমেছে দর্শনার জন্য আমরা সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দর্শনা হল্টস্টেশনে রেলপথ অবরোধ করা হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীসহ সুধিজনেরাও উপস্থিত ছিলেন। এক পর্যায়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের আশ্বাস দেন ৬ দফা দাবি পূরণে। এ দাবি জেলা প্রশাসক মহাদোয়কে জানাবেন এবং সংগঠনের পক্ষ থেকে লিখিত দাবি পেশ করার আহ্বান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দর্শনার জন্য আমরা’র আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবু, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, হাজি আকমত আলী, ইমরুল কাইয়ূম, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান, আবু ফয়সাল, সালাউদ্দিন প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ