নিহত পুলিশ সদস্যদের স্মরণে কুষ্টিয়ায় পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

 

কুষ্টিয়া প্রতিনিধি: “কর্তব্যের তরে, করে গেলো যারা, আত্মবলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে গতকাল বুধবার জেলা পুলিশের আয়োজনে কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সে “পুলিশ মেমোরিয়াল ডে” ২০২৩ পালিত হয়েছে। কর্তব্য পালনকালে নিহত হওয়া পুলিশ সদস্যদের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য তাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম ও নিহতদের পরিবারের সদস্যগণ। শ্রদ্ধা নিবেদন শেষে নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে নিহতদের স্বজনদের নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. খাইরুল আলম। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের অবদানের কথা স্মরণ করে প্রধান অতিথি বলেন, দেশ-জাতি তাদের নিয়ে গর্ভবোধ করে। তিনি নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শ্রবণ করেন এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন। আলোচনা শেষে নিহতদের স্বজনদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া পিবিআই এর পুলিশ সুপার মো. শহীদ আবু সরোয়ার, র‌্যাব-১২, কুষ্টিয়ার ইনচার্জ স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মো. আসিব ইকবালসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More