জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন খাসকররা ইউপি চেয়ারম্যান ও তিওরবিলা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তাছফির আহমেদ মল্লিক লাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মতিয়ার রহমান, আব্দুল মান্নান চৌধরী, তিওরবিলা ক্যাম্প ইনচার্জ এসআই ফরিদুল ইসলাম, তানভীর মল্লিক, পরিচালনা কমিটির সদস্য গোলাম সারোয়ার সাইদুর রহমান, মন্টু আলি, নিলুফা খাতুন, মুক্তিযোদ্ধা মওলা বক্স, অবসরপ্রাপ্ত শিক্ষক খাদেম আলী, সহকারী প্রধান শিক্ষক খোয়াজ আলী, শিক্ষক সাঈদুর রহমান, হাফিজুর রহমান, আব্দুল গনি, মজিবার রহমান, রাফেজা খাতুন, মাহাতাব উদ্দিন, শরিফুল ইসলাম, মুনজুরুল ইসলাম, রাশিউল হক বজলুর রহমান, আবু তাহের, লিটন আলি, ছবেদা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নওশের আলি ও হোসনে আরা খাতুন। অতিথিবৃন্দ ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হতে পুরস্কার তুলে দেন।