দর্শনা পৌর মেয়র পদে উপ-নির্বাচন হচ্ছে না; চূড়ান্ত ঘোষণা আজ
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে একক প্রার্থী আতিয়ার রহমান হাবু
দর্শনা অফিস: বহু কাক্সিক্ষত দর্শনা পৌর মেয়র পদে উপ-নির্বাচন শেষ পর্যন্ত হচ্ছে না। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ নির্বাচনের দিন থাকলেও আতিয়ার রহমান হাবু একক প্রার্থী হওয়ায় অবশেষে হচ্ছে না ভোট গ্রহণ। আজ চূড়ান্ত ঘোষণা দিতে পারে জেলা নির্বাচন অফিস। গত বছরের ২৭ ডিসেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দর্শনা পৌরসভার চারবারের নির্বাচিত মেয়র মতিয়ার রহমান। পরে মেয়র পদ শূন্য ঘোষণা করা হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। ঘোষণা হয় মেয়র পদে উপ-নির্বাচনী তফসিল। ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ১৬ মার্চ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ ছিলো। সে মতে দর্শনা পৌর উপ-নির্বাচনে মেয়র পদে একাধীক প্রার্থীর নাম শোনা গেলেও শেষ পর্যন্ত মাঠে ছিলো ৪ জন। আ.লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হন প্রয়াত মেয়র মতিয়ার রহমান সহোদর দামুড়হুদা উপজেলা আ.লীগের সহসভাপতি আতিয়ার রহমান হাবু। পাশাপাশি দলীয় মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েকজন প্রার্থী দলের সিদ্ধান্ত মেনে হাবুকে সমর্থন করলেও দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা ছিলেন নির্বাচনের মাঠে। জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আ. কাদের মনোনয়নপত্র সংগ্রহের আগেই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ছাড়েন ভোটের মাঠ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে ছিলেন আরিফুজ্জামান আরিফ মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিলেও ২২ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করেন। এছাড়া ২০ ফেব্রুয়ারি যাচাই-বাচাই পর্বে প্রার্থিতা বাতিল হয় শেখ আসলাম আলী তোতার। গতকাল ২৭ ফেব্রুয়ারি ছিলো প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিনে একক প্রার্থী হিসেবে রয়েছেন আতিয়ার রহমান হাবু। সব মিলিয়ে আতিয়ার রহমান হাবু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত। এখন শুধু ঘোষণার অপেক্ষামাত্র। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ জানান, একক প্রার্থী হিসেবে আতিয়ার রহমান হাবু থাকায় ভোট গ্রহণ হবেনা। ফলে আজ মঙ্গলবার নিয়মানুযায়ী আতিয়ার রহমান হাবুকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিকভাবে মেয়র ঘোষণা করা হতে পারে।