চুয়াডাঙ্গায় জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণের দাবিতে স্মারকলিপি

 

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকরিকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধাদি ও প্রাপ্যতায় অর্থমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পত্র প্রত্যাহার ও প্রশাসনিক ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান স্মারকলিপিটি গ্রহণ করেন। স্মারকলিপি প্রদানকালে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আশরাফ আলী, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, মো. রহমতুল্লাহ ও আকবার আলীসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকরির শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩ অধীন বিধি ২ (খ) বিধি ৯ উপবিধি (১), (২), (৩) অনুযায়ী ৫০% কার্যকর চাকরিকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা পদোন্নতি সিলেকশন গ্রেড এবং প্রযোজ্য টাইম স্কেল প্রদান করতে হবে। ৪৮৭২০ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উত্তোলিত টাইমস্কেল সংক্রান্ত জটিলতা স্থায়ী সমাধান দরকার পাশাপাশি ২০২০ সালের ১২ আগস্ট অর্থমন্ত্রণায়লয় কর্তৃক জারিকৃত পত্রটি বাতিল ও প্রশাসনিক ট্রাইব্যুনালের রায় বাস্তবায়ন করা প্রয়োজন। অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে গেজেটে বাদপড়া প্রধান শিক্ষকদের গেজেটভুক্ত করতে হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More