স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া পুরনো হাটখোলা চিত্রানদীর পাশে পুকুর খননের নামে ইটভাটায় মাটি বিক্রির অভিযোগ উঠেছে।গতকাল রোববার দুপুরে গিয়ে ট্রাক্টর করে পার্শ্ববর্তী ইটভাটায় বিক্রি করতে দেখা গেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার অন্তর্ভুক্ত তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া হাটখোলা চিত্রানদীর নিচে বড়শলুয়ায় পিকলুর রহমানের ছেলে প্রান্ত হোসেন নামের এক যুবকের নেতৃত্বে পুকুর খননের নামে ইটভাটায় মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে। মাটিবাহী ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গতকাল দুপুরে গিয়ে দেখা গেছে চিত্রানদীর নিচে ভেকুমেশিন ভিড়িয়ে ৮/১০টি ট্রাক্টর করে মাটি পার্শ্ববর্তী ইটভাটায় বিক্রি করছেন। কোনো প্রকার অনুমোদন ছাড়াই প্রকাশ্য দিবালোকে মাটি কেটে বিক্রি করছে। এতে মাটিবাহী ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে জনগণকে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন নিয়ে চলাচল করতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। এছাড়াও যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা বিরাজ করছেন বলেও তারা জানান। এর কিছুদিন আগে ওই গ্রামের একটি শিশু দুর্ঘটনায় মারা যাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
এ বিষয়ে প্রান্ত হোসেন নামের ওই যুবকের মোবাইলে যোগাযোগ করা হলে সেটটি বন্ধ পাওয়া যায়।