নৌকা প্রতীক নিয়ে দর্শনায় ফিরলেন আতিয়ার রহমান হাবু
পথে পথে ফুলেল শুভেচ্ছা : নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ
দর্শনা অফিস: দর্শনা পৌর মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ। আ.লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য ৬ প্রার্থীর মধ্যে চুড়ান্ত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন আতিয়ার রহমান হাবু। প্রয়াত মেয়র মতিয়ার রহমানের সহোদর আতিয়ার রহমান হাবু দলীয় প্রার্থী হওয়ায় দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে গাড়ীবহর যোগে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের সাথে দর্শনায় ফিরেছেন আতিয়ার রহমান হাবু। দুপুর সাড়ে ১২টার দিকে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়ীবহর যোগে আকন্দবাড়িয়া আবাসনের সামনে থেকে অভ্যার্থনা জানানো হয় হাবুকে। নেতাকর্মীদের সাথে দর্শনায় ফেরেন এমপি টগর ও মেয়র প্রার্থী হাবু। দর্শনা রেলবাজারস্থ বঙ্গবন্ধু চত্বরে পৌঁছুলে সেøাগানে সেøাগানে মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধু চত্বর। আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পৌর পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আতিয়ার রহমান হাবুকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। পরে সংক্ষিপ্তভাবে আলোচনা করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, হাজি এরশাদ আলী, যুগ্ম-সম্পাদক গোলাম ফারুক আরিফ, ভারপ্রাপ্ত পৌর মেয়র রবিউল হক সুমন, আ.লীগনেতা বিল্লাল হোসেন, সোলায়মান কবীর, হবা জোয়ার্দ্দার, ফয়সাল, উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, মামুন শাহ, ছাত্রলীগনেতা নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, পৌর কাউন্সিলর মনির সরদার, সাইফুল ইসলাম মুকুল, এনামুল কবীর প্রমুখ। সাবেক ইউপি চেয়ারম্যান বর্ষিয়ান আ.লীগনেতা প্রয়াত শামসুল ইসলামের ২য় পুত্র আতিয়ার রহমান হাবু দীর্ঘদিন ধরেই আ.লীগ রাজনীতির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি দামুড়হুদা উপজেলা আ.লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। দর্শনা পৌর মেয়র নির্বাচিত হলে বড়ভাই মতিয়ার রহমানের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন বলে অভিমত প্রকাশ করেছেন।