স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ আব্দুর রশিদ নামের একজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত রোববার দিনগত রাতে সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গাঁজা। গতকাল সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুর রশিদ (৪৫) ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বাখরবা গ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত পরশু রোববার দিনগত রাতে বিভিন্ন এলাকায় নিয়মিত ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান চালায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামে অভিযান চালান। এ সময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পাশ থেকে আটক করা হয় আব্দুর রশিদকে। তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গাঁজা। রাতেই এসআই মাসুদ রানা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। গতকাল সোমবার আব্দুর রশিদকে আদালতে সোপর্দ করা হয়েছে।