কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের আপন রেস্তোরায় কফি তৈরীর মেশিন বিস্ফোরণ হয়ে একজন আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। রেস্তোরার মালিক এনামুল হক জানান রেস্তোরায় কাজ করছিলেন রোস্তারার কর্মচারি রাসেল। এ সময় পাশে থাকা কফি তৈরির মেশিনটি বিস্ফোরিত হয়। এতে রাসেল আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। এদিকে কফি মেশিনটি বিস্ফোরণ হওয়ার কারণে রোস্তোরায় থাকা কয়েকটি কাচের জিনিষপত্র ভেঙে গেছে। তবে বড় কোন দুর্ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
পূর্ববর্তী পোস্ট
মেহেরপুরে ‘বন্ধু বাহাত্তর’র অভিষেক : শপথ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত
এছাড়া, আরও পড়ুনঃ