মেহেরপুর অফিস: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মেহেরপুর টিটিসি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি আনিসুজ্জামান বকুলের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানের শপথ বাক্য পাঠ করান টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সহ-সভাপতি মিজানুর রহমান, শামীম রেজা, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, যুগ্মসম্পাদক মনিরুজ্জামান, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, চাকরি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক সুবলচন্দ্র ম-ল, জনসংযোগ ও প্রচার সম্পাদক শাহিন মিয়া, সাহিত্য সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক তিতাস হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালাউদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিপন আল মামুন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শাহিনুর খানম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, নির্বাহী সদস্য জামাল উদ্দিন, তৌফিকুর রহমান, আবু হোসেন ও সোহেল রানা শপথ গ্রহণ করেন।