ঝিনাইদহ প্রতিনিধি: এবারের এইচএসসি পরীক্ষায় ঝিনাইদহের শৈলকুপা রাহাতুন্নেছা গার্লস স্কুল এন্ড কলেজের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। প্রতিষ্ঠানটি থেকে এবার এইচ.এস.সি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ৮ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এ নিয়ে রাহাতুন্নেছা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদ করিমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, কলেজ শাখায় শুধুমাত্র মানবিক বিভাগ রয়েছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮ পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। তবে কেউই কৃতকার্য হতে পারেনি। ২০০০ সাল থেকে কলেজ শাখা চালু হয় বলেও তিনি জানান। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ জানান, তিনি বরিশালে একটি প্রশিক্ষণে রয়েছে। তবে ঘটনাটি শুনেছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ