আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার উপজেলার নাগদাহ ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৩ সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা গেছে ইউনিয়নের সভাপতি/সেক্রেটারির দরজায়। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক কর্তৃক ঘোষিত সময়সূচীর মাধ্যমে স্ব-স্ব ইউনিয়ন সভাপতি/সেক্রেটারি বরাবর দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আবেদনের শেষ তারিখ ছিলো গতকাল বৃহস্পতিবার। নাগদহ ইউনিয়ন আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ৬ নেতাকর্মী আবেদন জানিয়েছেন। মনোনয়ন প্রত্যাশিরা হলেন, ইউনিয়ন পরিষদের বতর্মান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়াত আলী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খন্দকার বজলুল করীম, ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার, ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক আবুল হাসনাত, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মিশর আলী।
মনোনয়নের আবেদনপত্র জমা নেয়া উপলক্ষে গতকাল বিকেলে ভোলারদাড়ি মোড়ে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সাবেক উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস। এছাড়াও উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা।
গতকাল মনোয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। তিনি দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, দলীয়ভাবে যারা মনোনয়ন প্রত্যাশী হিসেবে আবেদন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয়ের নির্দেশক্রমে যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নাম ঘোষণা করা হবে। তবে দলীয় মনোনয়ন যাকেই দেয়া হবে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সকল নেতা তার পক্ষেই কাজ করতে হবে।
উল্লেখ্য, আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি। ২০ ফেব্রুয়ারি হবে যাচাই বাছাই। প্রার্থিদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রয়ারি।