চুয়াডাঙ্গা সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের পক্ষ থেকে কলেজে শুভেচ্ছা শোভাযাত্রাসহ নবীন শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে বরণ করা হয়। নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ নেতা ইমদাদুল হক আকাশ।  প্রধান অতিথির বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা সোয়েব রিগান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা হাসান মাহফুজ। এছাড়াও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রিয়ন, ছাত্রলীগ নেতা রিমন ও ছাত্রনেতা রাতুল। এছাড়াও উপস্থিতি ছিলেন ছাত্রলীগ নেতা রেজুয়ান, সারাফাত, আফ্রিজ, আসিফ, মিঠু, রাতুল, নিশাত, টনি, ইমন, সোহেল, শিশির, খালিদ, বন্ধন, সোহান, মামুন, ওয়ালিফ, ইমন (২), ছাত্রনেতা রিমন, হামজা, হিরক, রওনাক। উপস্থিতি ছিলেন পৌর ছাত্রলীগ নেতা আরিফিন রামিম, দিপু, শিহাব, রুপক, রিজন, অর্থ, জিয়া, আরোজ, বিপুল খান, রিয়াদ ও অপু। এছাড়াও উপস্থিতি ছিলেন সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আসিফ, তন্ময়, ইমন, সোহেল, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ নেতা রেদোয়ান আহমেদ রানা, মিরাজ, নাইমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কিছু কুচক্রী মহল ছাত্রলীগের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করে ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ করছে। এসব কুচক্রীমহলকে সাবধান করে নবীন শিক্ষার্থীদের ছাত্রলীগের পতাকাতলে আসার আহবান জানান এবং সাধারণ শিক্ষার্থীদের যে কোনো সমস্যায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের অন্যতম নেতা সোয়েব স্বাধীন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More