স্টাফ রিপোর্টার: গত বছরের ১৭ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বিপিএলের পরবর্তী তিন আসরের দিন-তারিখ চূড়ান্ত। তিনি সেদিন জানান, ২০২৪ সালের আসরের সম্ভাব্য সময় ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি আর ২০২৫ সালের আসর ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি। তবে আগামী বছর জাতীয় নির্বাচন হতে পারে জানুয়ারি মাসেই। যে কারণে বিপিএলের দশম আসর মাঠে গড়ানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বিসিবি। সোমবার সিলেটে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, সামনের বছর আমাদের পরের বিপিএল, এটার স্পটই আমরা এখনো খুঁজে পাচ্ছি না; স্পট বের করাই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা পেয়েছি, কিন্তু মাঝে গ্যাপ দিতে হতে পারে, যদি নির্বাচন হয়। তখন আমরা নিরাপত্তা পাব কোথায়? সব তো নির্বাচনে ব্যস্ত থাকবে। তিনি আরও বলেন, আমাদের সূচি এতো টাইট, এফটিপি তো আপনাদের কাছে আছেই। আপনারা দেখেন না, এখানে তো দুই-চার দিন বের করার কোনো সুযোগ নেই।