কালীগঞ্জ অগ্রণী ব্যাংকের সেই ক্যাশ অফিসার চাকরিচ্যুত

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ অগ্রণী ব্যাংকের সাময়িক বরখাস্তকৃত ক্যাশ অফিসার আব্দুস সালামকে চুড়ান্তভাবে চাকরিচ্যুত করা হয়েছে। রোববার এ সংক্রান্ত একটি আদেশ অগ্রণি ব্যাংকের হেড অফিস থেকে কালীগঞ্জ শাখায় পৌঁছেছে। ‘চাকরি হতে বরখাস্ত’ গুরুদ- আরোপ শিরোনামে অগ্রনী ব্যংকের হেড অফিসের উপ-মহাব্যবস্থাপক সুস্মিতা ম-ল সাক্ষরিত এক চিঠিতে বলা হয় অভিযুক্তের বিরুদ্ধে জারীকৃত অভিযোগপত্র, অভিযোগ পত্রের জবাব, শুনানীর বক্তব্য, প্রাথমিক তদন্ত প্রতিবেদন ও তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে কমিটি নিম্নোক্ত সুপারিশ করেন। যা অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও গত ২৫ জানুয়ারি অনুমোদন করেন। ফলে অগ্রণী ব্যাংক লিমিটেড কর্মচারী চাকরী প্রবিধানমালা ২০০৮ এর অনুচ্ছেদ ৪৩(১)(খ)(৪) মোতাবেক আপনাকে চাকরি হতে বরখাস্তকরণ গুরুদ- আরোপ করা হয়। আব্দুস সালামের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগের মধ্যে রয়েছে অনিয়ম ও ভুয়া কৃষি ঋণ মঞ্জুরী ও বিতরণের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। মৃত ব্যক্তিদের নামে ভুয়া কৃষি ঋণ দেখিয়ে অর্থ আত্মসাৎ। বিদেশে অবস্থানরত অবস্থায় প্রবাসি ব্যক্তিদের নামে ভুয়া কৃষি সৃষ্টির মাধ্যমে অর্থ আত্মসাৎ। ভুয়া এনআইডি ব্যাবহার করে কৃষি ঋন বিতরণ। ভুয়া ও জাল মাঠ পর্চা/খতিয়ান তৈরী করে চাষযোগ্য জমি দেখিয়ে ভুমিহীনদের কৃষি ঋন প্রদান। কমান্ডিং এরিয়ার বাইরে কৃষি ঋণ বিতরণ। পল্লী ঋণ বিতরণে সরাসরি জিএল কোড ব্যবহার। স্বল্প মেয়াদী এসএমই ঋন বিতরণে অনিয়ম। দীর্ঘদিন গ্রামে/এলাকায় বসবাস না করা ব্যকিক্তদের নামে ভুয়া কৃষি ঋণ দেখিয়ে অর্থ আত্মসাৎ। স্বক্ষর/টিপসহি জাল করে জালিয়াতির মাধ্যমে ভুয়া কৃষি ঋন সৃষ্টি করে অর্থ আত্মসাৎ। মঞ্জুরীকৃত ঋণের চেয়ে গ্রাহককে কম টাকা প্রদান করে অবশিষ্ট অর্থ আত্মসাৎ। আবাদী জমির প্রমানক গ্রহণ না করে ঋণ বিতরণ ও শাখার কর্মকর্তা কর্মচারীদের সাথে দুর্ব্যবহার, নিরীক্ষা কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি, অভিযোগসমূহে মোট জড়িত টাকা ২৬.৭৫ লাখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More