গাংনী প্রতিনিধি: পর্ণোগ্রাফি আইনে দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি মবিউল ইসলামকে (১৯) গ্রেফতার করেছে র্যাব। রোববার গভীর রাতে মেহেরপুরের গাংনী র্যাব ক্যাম্পের একটি টিম তাকে গাংনীর চেংগাড়া গ্রাম থেকে গ্রেফতার করে। মবিউল ইসলামকে কুষ্টিয়ার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের খেজমত আলীর ছেলে।
র্যাব ১২ গাংনী ক্যাম্প কমা-ার সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০২২ সালের ১১ নভেম্বর দৌলতপুর থানায় একটি পর্ণোগ্রাফি আইনে একটি মামলা হয়। যার নং-১৬। ওই মামলার ৪নং আসামি মবিউল ইসলাম। ঘটনার পর থেকে সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মবিউলকে গ্রেফতার করে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।