শিক্ষিত জাতিই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে
মেহেরপুরে শিক্ষক কল্যাণ সমিতির আয়েজিত অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, যে জাতি বেশি শিক্ষিত সেই জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, শিক্ষা ছাড়া জাতি উন্নতি করতে পারে না, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বাজেট দিয়েছে শিক্ষা নিয়ে কাজ করে চলেছে বর্তমান সরকার। মেহেরপুরে জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগ রেজি. প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় করণের ১০ম বর্ষপূর্তি উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথাগুলো বলেন তিনি। জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি কমরউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভূপেষ রঞ্জন রায়, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শিক্ষক নেতা ইদ্রিস আলীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন।