শৈলকুপা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর গ্রামে সুন্নতে খাতনার দাওয়াত দেয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ জানায়, উপজেলার মনোহরপুর গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে প্রতিবেশী রাজিবের জমি নিয়ে বিরোধ চলছিলো। এরই প্রেক্ষিতে রফিকুল তার ছেলের সুন্নতে খাতনার অনুষ্ঠানে দাওয়াত না দিলে আরো ক্ষিপ্ত হন রাজিব। বিকেলে কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে রফিকুল নামের একজনকে কুপিয়ে আহত করেন তারা। এ নিয়ে তাৎক্ষণিক উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।