ক্র্যাব নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হলেন সাংবাদিক বকুল আহমেদ

স্টাফ রিপোর্টার: ঢাকায় অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‌্যাব) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সাংঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার সন্তান বকুল আহমেদ। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বকুল আহমেদ বর্তমানে দেশের বহুল প্রচলিত জাতীয় দৈনিক সমকালে ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত। এর আগে তিনি যুগান্তর, মানবজমিন এবং সকালের খবরে কর্মরত ছিলেন। সাংবাদিক বকুল আহমেদ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জের বাসিন্দা মো. আজগর আলী শেখ ও মোছা. আরবীছনের জ্যেষ্ঠ পুত্র। বর্তমানে সপরিবারে তিনি ঢাকায় বসবাস করেন।

বাংলাদেশের জাতীয় পত্রিকা, টেলিভিশন চ্যানেল, রেডিও এবং অনলাইন পোর্টালের অপরাধ বিষয়ক সাংবাদিকদের একমাত্র বৃহৎ সংগঠন ক্র‌্যাব। এ সংগঠনে ২০১৯ সালে কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন বকুল আহমেদ। এরই ধারবাহিকতায় সংগঠনটির কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৩’র সাংগঠনিক সম্পাদক পদে অংশ নেন তিনি। গত মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। ২৯৩ জন ভোটারের মাধ্য ২৭৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১৫২ ভোট পেয়ে বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল সভাপতি এবং ১৫৭ ভোট পেয়ে ডেইলি অবজারভারের মামুনুর রশীদ সাধরণ সম্পাদক নির্বাচিত হন। আর সর্বোচ্চ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বকুল আহমেদ। তিনি পেয়েছেন ২১৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খন্দকার হানিফ রাজা পেয়েছেন ৪৬ ভোট। ১৫ সদস্যর কার্যনর্বাহী এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

বকুল আহমেদ দৈনিক মাথাভাঙ্গা পরিবারের সদস্য। তিনি ক্র‌্যাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি ও মাথাভাঙ্গার সম্পাদক সরদার আল-আমিন অভিনন্দন জানিয়েছেন।

সাংবাদিক বকুল আহমেদ ঢাকায় কর্মরত চুয়াডাঙ্গা জেলার সাংবাদিকদের সংগঠন ‘চুয়াডাঙ্গা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ঢাকা’র অন্যতম উদ্যোক্তা। তিনি এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More