দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পৃথক অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে দামুড়হুদায় পৃথক, পৃথক স্থানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলা শহরের বাসস্ট্যান্ড বাজার, থানা মোড় বাজারে পৃথক অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। এসময় দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজারের মেসার্স সততা স্টোরের মালিক মো. মর্তুজা জামানকে ফ্রিজে মেয়াদোত্তীর্ণ পানীয় ও অন্যান্য পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’র ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে,
দুপুর আড়াইটার দিকে দামুড়হুদা থানামোড়ের মেসার্স অন্তর মেডিকেল হল ফার্মেসিতে তদারকি করে প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ফার্মেসি মালিক মো. শহিদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ৫ হাজার ও একই সময়ে মেসার্স বাংলা ফুড কনফেকশনারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ফ্রিজ ও র্যাক থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পানীয়, বিস্কুট, কেক, চকলেটসহ অন্যান্য পণ্য জব্দ করা হয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. মহসিন আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয়। সবাইকে সতর্ক করা হয় এবং আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম।