মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে মেহেরপুর শহরের তাঁতিপাড়া ও কালাচাঁদপুর এলাকায় মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ২ প্রতিষ্ঠান মালিকের জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে শহরের তাঁতিপাড়ায় মেসার্স একরাম স্টোরে অভিযান চালানো হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এর পরপরই শহরের কালাচাঁদপুরে মেসার্স জিনিয়া এন্টারপ্রাইজ নামক সার-কীটনাশকের প্রতিষ্ঠানে অতিরিক্ত দামে সার বিক্রি, ক্রয়-বিক্রির ভাউচার সংরক্ষণ না করা ও সারের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে ৪০ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও খারাপ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয় এবং ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মো. তারিকুল ইসলাম এবং মেহেরপুর পুলিশের একটি দল।
পূর্ববর্তী পোস্ট
মেহেরপুর জেলা সমবায় অফিসের অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ
এছাড়া, আরও পড়ুনঃ