দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিনতি হয়েছে
মুজিবনগরে জেলা পরিষদের মার্কেট ভবন উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মুজিবনগর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারে ছিলো বলেই দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিনতি হয়েছে। মুজিবনগরে এতো উন্নয়ন হয়েছে; যেটা এলাকার মানুষ কল্পনাই করতে পারিনি। এখন আওয়ামী লীগের সরকার আছে বলেই এত উন্নয়ন। তাই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তিত করবেন না। বিএনপির সময় মানুষের অনেক কষ্ট হয়েছিলো। সার-তেল বিদ্যুৎ সহ অনেক কিছুই জনগণ পায়নি। আওয়ামী লীগ সরকারের সময় এসব সুবিধা পাচ্ছে দেশের প্রতিটি মানুষ। দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল রোববার বিকেলে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ হাটে জেলা পরিষদের মার্কেট ভবন উদ্বোধন কালে একথাগুলো বলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) লিউজা উল জান্নাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান রবি, মোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফিজুর রহমান মফিজ, উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কালাম আজাদসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা। দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ কাজের ব্যায় ২ কোটি ৪ লাখ ৮ হাজার ৭৬৭ টাকা। জেলা পরিষদের মার্কেট ভবন উদ্বোধন শেষে সেখানে মোনাজাত করা হয়। এদিকে শুভ বড়দিন উপলক্ষ্যে মুজিবনগরে এদিন বিকেলে সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী খ্রিষ্টীয় আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। মুজিবনগর উপজেলার বল্লভপুর ফুটবল খেলার মাঠে সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন, মশাল প্রজ্বোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেভা মৃত্যুঞ্জয় মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, মুজিবনগর থানার অফিসার ইনচার্য (ওসি) মেহেদি রাসেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, ৬নং নম্বর ওয়ার্ড সদস্য মি. বাবুল মল্লিক, খ্রিষ্টীয় আনন্দ উৎসব আয়োজক কমিটির সম্পাদক মি. মাইকেল তপু বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিনিময় বিশ্বাস ও লুকহরেন্দ বিশ্বাস। অনুষ্ঠানের মাঝে মাঝে দেশাত্ববোধক গান ও রবিন্দ্র সংগীতের তালে তালে নৃত্য পরিবেশন করেন বল্লভপুর গ্রামের কিশোর-কিশোরিরা। এরআগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। শুভ বড়দিন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী খ্রিষ্টীয় আনন্দ মেলায় শতাধিক স্টল স্থান পেয়েছে।