চুয়াডাঙ্গায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে গীর্জা পরিদর্শনে পুলিশ সুপার

 

স্টাফ রিপোর্টার: খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে চুয়াডাঙ্গার বিভিন্ন গীর্জা পরিদর্শন করেছেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। গতকাল শনিবার সন্ধ্যায় জেলার দর্শনা থানাধীন কেরু পলস চার্চ ও নবগঠিত নেহালপুর ইউনিয়নের ডিহিকেস্টপুর কেরু ফার্মে খ্রিষ্ট জয়ন্তী গির্জা এবং দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা মিশন পাড়া ক্রাইস্ট চার্চ অফ বাংলাদেশ গীর্জা পরিদর্শন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিনি বলেন, এবার জেলায় ১১টি গীর্জায় বড়দিন উদযাপিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই বলেন ধর্ম যার যার উৎসব সবার। আর এই বড়দিনের উৎসব যেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা যেনো শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে পালন করতে পারে, তাদের উৎসব উদযাপনে যেনো কোনো ঘাটতি বা আইনশৃঙ্খলার অবনতি না হয় সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার প্রতিটি গীর্জায় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কেক পৌঁছে দেন। বড়দিন উৎসবমুখর পরিবেশে পালনে সকল প্রকার আইনগত সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। গীর্জা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুর কবীর, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More