জীবননগর বুরো: জীবননগর পৌরসভা পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসক পৌরসভায় এলে পৌর মেয়র রফিকুল ইসলাম রফি তাকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ডিসি আমিনুল ইসলাম খান পৌর পরিষদের সাথে মতবিনিময় করেন এবং পৌরসভার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের জীবননগর পৌরসভা কার্যালয় পরিদর্শনকালে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, পৌরসভার কাউন্সিলর শহিদুল ইসলাম, কাউন্সিলর সোয়েব আহাম্মদ অঞ্জন, কাউন্সিলর রিজিয়া খাতুন, কাউন্সিলর আপিল মাহমুদ, কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন, কাউন্সিলর খোকন মিয়া, কাউন্সিলর জামাল হোসেন খোকন, কাউন্সিলর আবুল কাশেম, কাউন্সিলর ওয়াসিম রাজা, কাউন্সিলর মতিয়ার রহমান, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মাহফুজা খাতুন বিউটি, কাউন্সিলর পরিছন খাতুনসহ পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পৌরসভা পরিদর্শন ও মতবিনিময় শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রধানমন্ত্রী কর্তৃক প্রদানকৃত শীতবস্ত্র কম্বল অসহায়, দুস্থ ও গরীব মানুষের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।